Saturday, March 3, 2007

আমি বাংলায় গান গাই

কথা ও সুর - শ্রী প্রতুল মুখোপাধ্যায়

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ

আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎ‌কার
বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরধনুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ

আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা মানুষের কাছে আসি
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।

Friday, February 23, 2007

প্রথম পাতা

যত বড় হোক ইন্দ্রধনু সে
সুদূর আকাশে আঁকা,
আমি ভালবাসি মোর ধরণীর
প্রজাপতিটির পাখা।

Can you see the Bengali fonts above? I can.

You need to download a UNICODE compliant Bengali font (unzip the folder; copy bangla.ttf), and paste the bangla.ttf file in settings > control panel > fonts folder. Also, take a look at the Free Bangla Fonts Project.